সেরা নাটক তৈরি ঘিরে ব্যস্ত সময় পার করছেন নির্মাতারা। সম্প্রতি একটি নাটকের শুটিং শেষ করেছেন নির্মাতা রাফি মামুন। নাটকের নাম ‘জামাই বউ গন্ডগোল’। রাহুল আমিন প্রতীকের রচনায় নাটকটিতে জুটি বেঁধেছেন সবুজ আশরাফ সুপ্ত ও ইমু শিকদার। নাটকটিতে মহাব্বত ও পিয়ারী চরিত্রে অভিনয় করেছেন এই জুটি।
‘জামাই বউ গন্ডগোল’ নাটকের গল্পে দেখা যাবে, জামাই বউয়ের বিভিন্ন সমস্যা থেকে সমাধান করে সুন্দর ভাবে কিভাবে জীবন যাপন করা যায় তাহ এই নাটকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা রাফি মামুন জানান, ‘গল্পটি অনেক সুন্দর। আশা করি এই কমেডি নাটকটি আপনরা আপনাদের পরিবার কে নিয়ে উপভোগ করতে পারেন। আমাদের চোখের আড়ালে আনাচে-কানাচে যে ঘটনাগুলো ঘটে থাকে, সেসবেরই একটি চিত্র এই নাটকে দেখতে পাবেন দর্শক। নাটকের চরিত্রগুলো দেখে দর্শকের খুব বাস্তব মনে হবে। দর্শক পছন্দ করবে। তাদের মূল্যবান সময়টুকু নষ্ট হবে না বলে আশা রাখছি।’
‘জামাই বউ গন্ডগোল’ নাটকটি আসছে আগামী ৪ সেপ্টেম্বর রাত্রি ১০ ঘটিকার সময় চ্যানেল ৯ এ সম্প্রচার করা হবে এবং ৫ অক্টোবর বিকেল ৩ঘটিকায় নাটকটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এ প্রকাশ করা হবে।