সাদ সিদ্দিকী: রেনেসাঁস এই ক্যাম্পাসে আজ শত নবীনের ভীড়, প্রস্তুতি নাও জ্ঞানের লড়াইয়ে একবিংশ শতাব্দীর স্লোগানকে সামনে রেখে গত ৩রা মার্চ বৃহস্পতিবার তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এর গুরুত্বপূর্ণ অংশ দাখিল শাখার আয়োজনে মাদরাসার ৯ম শ্রেণির নবাগত ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘দাখিল নবীন বরণ – ২০২২’।
শাখা সভাপতি মুর্তজা হাসান ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন নতুন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ রাশেদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মিসবাহুল হাসান শাওন, ড. শাফিউদ্দীন মাদানী, মাহতাবউদ্দিন, সালমান ফারসি, আব্দুল কাইয়ুম ও সাবেক ভিপি আব্দুল আলিম প্রমুখ।
‘হে নবীন.. হে নুতন, তোমাকেই স্বাগতম’ থিম সং ও ফুলেল অভ্যর্থনার মাধ্যমে নবাগত প্রায় সাড়ে পাঁচশত ছাত্রকে বরণ করে নেওয়া হয় এবং অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার মাধ্যমে প্রথম অধিবেশন শেষ হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত অঙ্গন সাইমুম শিল্পীগোষ্ঠী ও তুরাগ শিল্পীগোষ্ঠীর মনমাতানো সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দাখিল নবীন বরণ ২০২২ এর ইতি টানে।