মোঃ শাহিন আলম শাওন: সুসজ্জিত প্রাকৃতিক পরিবেশে, নিজস্ব স্থায়ী ক্যাম্পাস থাকবে এ যেন প্রতিটি শিক্ষার্থীর জীবনের লালিত স্বপ্ন। যে স্বপ্নে একজন শিক্ষার্থী খুঁজে পায় নিজেকে বিকশিত করার এক সুপ্ত গৌরব। শিক্ষার্থীর এই কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে উপহার দেয়ার লক্ষ্যে ড্যাফোডিল ফ্যামেলির অন্যতম প্রথম প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্সটিটিউট অফ আই টি( ডিআইআইটি), গ্রিন মডেল টাউনে তাঁদের স্বপ্নের স্থায়ী ক্যাম্পাস নির্মানের উদ্দেশ্যে গত ৭-ই ফেব্রুয়ারী নামফলক উন্মোচন করা হয়।
ড্যাফোডিল স্মার্ট সিটি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য অন্যতম সৃষ্টি, যার রূপকার ড্যাফোডিল ফ্যামেলির স্বপ্নদ্রষ্টা ড.মোঃ সবুর খান (চেয়ারম্যান,ড্যাফোডিল ফ্যামেলি)।সেই অগ্রযাত্রায় আরেকটি সিটি নির্মিত হতে যাচ্ছে ড্যাফোডিল স্যাটেলাইট মডেল সিটি।যেখানে ডিআইআইটির নেতৃত্বে থাকবে স্কুল, কলেজ ও শিক্ষার্থীদের জন্য বিনোদনের সকল ব্যবস্থা। ১৯৯৯ সালে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে ডিআইআইটি তার অগ্রযাত্রা শুরু করে এবং প্রতিটি ডিপার্টমেন্ট সাফল্যের সাথে উজ্জ্বল ফলাফলের মাধ্যমে ধরে রেখেছে অনবদ্য ধারাবাহিকতা। ডিআইআইটির কর্তৃপক্ষের এই যুগোপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ।
২ একর এই জায়গায় নিয়মিত থাকবে বিভিন্ন ধরনের খেলার আয়োজন I নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের মেধা-মননের সঠিক বিকাশের মাধ্যমে ডিআইআইটিকে বাংলাদেশের অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের শিখরে উন্নিত করবে। ডিআইআইটি বিশ্বাস করে সম্মিলিত প্রচেষ্টা, বিচক্ষণ দূরদর্শিতা মেধার সঠিক সন্নিবেশ এবং উপস্থাপনার মাধ্যমে “ডিআইআইটি হবে বাংলাদেশের একটি মডেল প্রতিষ্ঠান”।
উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির সি.ই.ও. জনাব মোঃ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ডিন জনাব প্রফেসর ড. মোস্তফা কামাল এবং ড্যাফোডিল ইন্সটিটিউট অফ আই টি-এর প্রিন্সিপাল জনাব প্রফেসর ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডি আই আই টি-এর সম্মানিত বিভাগীয় প্রধান গণ ও ডি আই আই টি-র শিক্ষকমন্ডলি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।