কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে। এছাড়া স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২৭ ফেব্রুয়ারি।
আজ রোববার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয় দু’টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে। এবিষয়ে উপচার্যের সাথে কথা বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি ২২ তারিখ সশরীরে ক্লাস-পরীক্ষা নিতে বিভাগসহ সংশ্লিষ্ট দফতরগুলােতে চিঠি দেওয়া হবে।
প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে তিনি বলেন, আমাদের ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে। আমরা ২৭ তারিখ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে পারবো।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের উর্ধ্বগতির ফলে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এবং পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দুই দফায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০ জানুয়ারী রাতে এক জরুরি সভায় কুবির সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শিক্ষার্থীদের দাবিতে সশরীরে পরীক্ষা চলমান রাখা হয়। এসময় আবাসিক হল সমূহ খোলা ছিল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে টিকা নেওয়ার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানান।
কুবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারী
