বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রধান ফটকের এলইডি নামফলক জ্বলছে না দীর্ঘ সময় যাবত। বিষয়টি কর্তৃপক্ষের জানা থাকলেও কোনো পদক্ষেপ দেখা যায় নি।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ইমরান জানান, প্রধান ফটকের নামফলক রাতে না জ্বলায় বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাছাড়া ক্যাম্পাসের সামনে প্রধান সড়কে যাতায়াত করা মানুষদেরও প্রতিষ্ঠান চিনতে অসুবিধা হয়।
অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অফিসে যোগাযোগ করলে জানা যায়, এলইডি-এর যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হচ্ছে। মূলত বৃষ্টির পানির নামফলকে পরে এলইডিতে যান্ত্রিক গোলযোগ জ্বলা বন্ধ হয়।
এতদিন সময় পার হলেও কেন ঠিক হয় নি প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ারিং অফিস হতে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, বাজেটের কারণে এটা এখনো ঠিক করা হয় নি।
তবে খুব শীঘ্র এটা ঠিক করা হবে।