ডিআইইউ প্রতিনিধি
বৃহস্পতিবার ২৪ শে মার্চ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছাত্রদের জন্য “সেক্রেট অফ সাকসেস” একটি সেমিনার আয়োজন করা হয়। আয়োজক হিসেবে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব।
ছাত্র জীবন থেকে কীভাবে একজন আর্দশ মানুষ হওয়া যায় সে লক্ষ নিয়ে এই সেমিনারটি আয়োজন করা হয়। আলোচক হিসেবে ছিলেন প্রফেসর ডঃ এম আর কবির স্যার।সেমিনার এর উদ্দেশ্য ছিলো জীবনে সাকসেস হওয়ার জন্য কি কি দিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। একজন ব্যক্তিকে ছাত্রজীবন থেকে কিভাবে তার শীর্ষে ওঠার জন্য কি কি কর্তব্য রয়েছে এই বিষয়ে ছাত্রদের প্রশ্ন পর্ব সহ উত্তর দেন।
প্রশ্ন পর্বে একজন ছাত্র স্যার কে প্রশ্ন করেন যে সে তার জীবনে উন্নতির বাধাগ্রস্ত হয়েছে এখন সে কিভাবে তার স্বপ্নকে পূরণ করতে পারবে,স্যার উত্তরে বলেন প্রথমেই লক্ষ্য ঠিক রাখতে হবে,একবার হেরে গেলেও আবার প্রথম থেকে শুরু করে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। স্যার অনেকগুলো উদাহরণ দেন এ সময় কিভাবে পথ পাড়ি দিতে হবে।
তাছাড়া প্রফেসর ডঃ এম আর কবির স্যার আরও বলেন আস্তে আস্তে নির্ধারিত দিকে ধাবিত হতে হবে, একটি উঁচু-নিচু রাস্তা সাথে তুলনা করেছেন। রাস্তা দিয়ে চলার সময় উঁচু-নিচু কারণে অনেক সময় চলতে অসুবিধা হয়,অনেক সময় আবার উচট খেয়ে পরেও যেতে হয়। কিন্তু রাস্তা পাড়ি দিতে হলে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাত্রা শুরু করতে হয়, তেমনি জীবনে উন্নতির লক্ষ্যে পৌঁছাতে হলে অনেক বাধা বিপত্তি আসবে ,অনেক সময় সাকসেসফুল হওয়া যাবে না। তবে আবার সোজা হয়ে দাঁড়িয়ে আবার উন্নতির শিখরে ওঠার চেষ্টা চালিয়ে যেতে হবে।
উপস্থিত শিক্ষার্থীকে মন্তব্য যে তারা এ ধরনের সেমিনার প্রত্যেক মাসে অন্তত একবার করে চাই।এর ফলে অনেক ভেঙে পড়া ছাত্ররা স্বাভাবিক হয়ে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে।
সেমিনারে উপস্থিত ছিলেন প্রফেসর এবং হেড ডঃ মোহাম্মদ হান্নান মাহমুদ খান স্যার,অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ মিয়া এম হোসেনুজ্জামান স্যার,লেকচারার মোঃ মেহেদী হাসান ভূঁইয়ান স্যারসহ আরো অনেক শিক্ষকমন্ডলী ও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীবৃন্দ ।