রাজধানীর বকশিবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-
আলিয়ায় চলছে অছাত্র মাদকব্যবসায়ী,চাঁদাবাজ নারী নির্যাতন মামলার আসামী আজিজের আধিপত্য বিস্তার আর নৈরাজ্যের হলিখেলা।
মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন মামলা সহ আরো কয়েকটি মামলার আসামী হয়েও মাদ্রাসার আবাসিক হলে নানা বিশৃঙ্খলা সৃষ্টির মূল কেন্দ্রে রয়েছে মাদক ব্যবসায়ী আজিজ।তার ছত্রছায়ায় থেকে মারামারি, কোপাকুপি,সীট বানিজ্য,রুম দখল করে যাচ্ছে তার অনুসারীরা।
গত বছর মাদকসহ বকশিবাজারে ডিবির হাতে গ্রেফতার হয়ে জেলে গেলেও জামিনে বের হয়ে আবারো সেই মাদক ব্যবসায় ছড়ি ঘোরাচ্ছে আজিজ।আজিজ তার গ্রামের বাড়ি নরসিংদীতে হত্যা মামলার আসামী বলেও শোনা যায়।
বকশিবাজারের আশপাশের দোকান থেকে চাঁদা তোলার জন্য রয়েছে তার আলাদা বাহিনী।চাঁদা দিতে রাজী না হওয়ায় মারধরের হুমকি এবং দোকান করতে দিবে না বলেও শ্বাসায় আজিজ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চায়ের দোকানদার বলেন,
“প্রতি সপ্তায় পাঁচশ ট্যাকা চায়,না দিলে দোকান করতে দিব না আবার কয় ট্যাকা না দিলে কেমনে দোকান করস দেখমু।
এব্যাপারে হল কতৃপক্ষ এবং মাদরাসার অধ্যক্ষের সঙ্গে কথা বললে এড়িয়ে গিয়ে তাদের অপারগতা প্রকাশ করে।
উল্লেখ্য,গত ১৪ই মার্চ তার ছত্রছায়ায় থেকে ফাহিম(২০) নামের এক অনুসারী হলের এক সিনিয়রকে কুপিয়ে মারাত্মক জখম করে।