হ্যাবিট প্রতিনিধি: “দিন বদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এই বছরও হাজী আবুল হোসেন ট্রাস্ট এর আয়োজিত ‘যুব উৎসব — ২০২২’ অনুষ্ঠান উদযাপন করা হয় গত মার্চ ১০, ২০২২। এই অনুষ্ঠানে প্রায় ছয় হাজার প্রতিভাবান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
গত বৃহস্পতিবার (মার্চ ১০, ২০২২) সারাদিনব্যাপী নাটোরের লালপুর গ্রীন ভ্যালী পার্কে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী আবুল হোসেন ট্রাস্ট এর চেয়ারম্যান ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী আবুল হোসেনের স্ত্রী হোসেন আরা বেগম। অনুষ্ঠানে একই সময়ে আরও উপস্থিত ছিলেন, হাজী আবুল হোসেন ট্রাস্ট এর কো-চেয়ারম্যান সহ আরও অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছানোয়ার হোসেন বলেন, একটি সুখি সমৃদ্ধশালী জাতি গঠনে কারিগরি শিক্ষাই হচ্ছে মূল চালিকাশক্তি। যে কোন জাতি গঠনে কারিগরি শিক্ষাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোন জাতি কোন কালেই বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে পারেনি। শিক্ষা ক্ষেত্রে যে জাতি যতো বড় শিক্ষিত, সে জাতিই বিশ্বের সবচে’ সন্মানী ও সুখি।
এই সময় সকল ছাত্র-ছাত্রীদের মাঝে র্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি করা হয়।