ছোট্ট স্বপ্নের আহ্বায়ক ড. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ছোট্ট স্বপ্নের ৮ম কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়। অষ্টম কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় এস. এম মেহেদী হাসান বাবু (ফার্মেসী বিভাগ ), সাধারণ সম্পাদক আবু মুসা (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম উসমান গনি তালুকদার, উপাচার্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।প্রধান অতিথি তার বক্তব্যে ছোট্ট স্বপ্নকে মানবিক এবং ব্যতিক্রমী হিসেবে সংগঠন হিসেবে উল্লেখ করেন।করোনাকালীন সময়েও এতো ঝুঁকি নিয়েও ছোট্ট স্বপ্ন যেভাবে ত্রান, খাদ্য সামগ্রী,শীত বস্ত্র বিতরণ করেছেন তার ভুয়সী প্রশংসা করেন।
এছাড়াও, বক্তব্য প্রদান করেন ড. সুলতানা রাজিয়া, আহ্বায়ক, ছোট্ট স্বপ্ন।তার বক্তব্যে তিনি ছোট্ট স্বপ্নের উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করেন।
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট্ট স্বপ্নের মডারেটর ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ আরিফুল ইসলাম, নুজহাত তাসনিম আমিন, রাবিতা রেজওয়ানা। অনুষ্ঠান শেষে সদস্যদের মাঝে স্মারক ও সনদ প্রদান করা হয়। উল্লেখ, ২০১৫ সালের ১৮ এপ্রিল সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
সংগঠনটি সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের নিয়ে কাজ করে।