হ্যাবিট প্রতিনিধি: দিন বদলের দীক্ষা “প্রযুক্তি আর শিক্ষা” নীতিবাক্য নিয়ে আজ থেকে ২২ বছর আগে টাঙ্গাইলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অফ টেকনোলজি (হ্যাবিট) নামে একটি পলিটেকনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়।
হাজী আবুল হোসেন ছিলেন টাঙ্গাইল জেলার একজন বিখ্যাত ব্যবসায়ী, সমাজতান্ত্রিক, উদ্যোক্তা, দক্ষ সমাজকর্মী। তিনি ১৯৪০ সালের ৩০ নভেম্বর বাংলাদেশের দিবুলিয়া, টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি অংশ নেন। ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে তিনি মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মানবিক কাজের প্রশংসা করে টাঙ্গাইলের লোকেরা “দানবীর” উপাধিতে হাজী আবুল হোসেনকে ভূষিত করেন। ১৩৯৬ বঙ্গাব্দে তার কর্মের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ শিল্প কৃষ্টি সংসদ কর্তৃক তাকে মরণোত্তরভাবে “জ্ঞান তাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্বর্ণ পদক”—এ ভূষিত করা হয়।
২০০০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি তার নামে নামকরণ করা হয় “হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি”। প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম হ্যাবিট। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধিভুক্ত এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন, অধ্যক্ষ প্রফেসর মো: আমিনুল ইসলাম পরিচালক আলহাজ্ব মো: আশরাফ হোসেন। এই প্রতিষ্ঠানটির অবস্থান টাঙ্গাইল, বাংলাদেশ (২৪.২৭৫৪ ডিগ্রি উত্তর ৮৯.৯২১০ ডিগ্রি পূর্ব)।
শহুরে এই প্রতিষ্ঠানের বিভাগ সংখ্যা দুই স্টেপে ভাগ করা যায়। এক. স্নাতক প্রোগ্রাম আর দুই. ডিপ্লোমা প্রোগ্রাম। ব্যবসা প্রশাসন (বিবিএ) ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) নিয়ে স্নাতক প্রোগ্রাম কোর্স। অন্যদিকে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, টেক্সটাইল, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, প্যাথলজি ও ডেন্টাল নিয়ে ডিপ্লোমা কোর্স।
হ্যাবিট যুব উৎসব যুব ছাত্রদের একটি বার্ষিক সমাবেশ। এটি হাজী আবুল হোসেন ট্রাস্ট দ্বারা আয়োজিত হয়। প্রায় ছয় হাজার প্রতিভাবান তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করে এতে। প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে আছে পিঠা উৎসব, বিজ্ঞান মেলা ও শিক্ষা সফর। এই প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের জন্য আলাদা ছাত্রাবাস রয়েছে। ছেলেদের ছাত্রাবাস কলেজ পাড়া, টাঙ্গাইল আর মেয়েদের ছাত্রাবাস পাড় দিঘুলিয়া, টাঙ্গাইল।