এসেছে শত পুষ্পের দল
করছি তাদের বরন।
হাতে হাতে শোভা পাবে
তাদের দেওয়া মন ।
বসন্তের আগমনে প্রাকৃতিক পরিবেশ যেমন ফুলে ফলে মুখর হয়ে উঠে তেমনি নবীনদের আগমনে মুখরিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাম্পাস।পূর্ব ঘোষিত সময় অনুযায়ী (২০২০-২১) সেশনের নবীনবরণ ও ক্লাস শুরু হয়েছে কুবিতে।
কুয়াশা ভেদ করে ওঠা সূর্য্যরে মিষ্টি কিরণ আর ফুলের সমারোহে বর্ণিল সাজে সজ্জিত কুবির ক্যাম্পাস।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীন শিক্ষার্থীরা সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করে। অনেক নবীনের সঙ্গে আবার তাদের অভিভাবকদেরও দেখা গেছে। পাশাপাশি ক্যাম্পাসের প্রবীণরাও এসেছেন সাজগোজ করে নানা আয়োজনে নবীনদের বরণ করে নিতে। প্রবীণ শিক্ষার্থীদের মুখে মুখে ছিল “প্রতিদিনেই নবীন বাড়বে,প্রবীন হবে সবাই,আদর্শকে পুজি করে থাকব মোরা ভাই-ভাই।”এছাড়াও প্রত্যেক বিভাগে পৃথক পৃথকভাবে বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসে স্ব স্ব বিভাগের শিক্ষক ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষকরা নবীনদের রজনীগন্ধা ও গোলাপ ফুল উপহার দেওয়ার মাধ্যমে ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। এ সময় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সব নিয়মশৃঙ্খলা মেনে চলার জন্য নবীনদের প্রতি আহ্বান জানান। প্রবীণরাও নবীনদের সঙ্গে পরিচিত হয় এবং বিতরণ করে রজনীগন্ধা ও লাল গোলাপ।
লামিয়া আর্জুমান্দ নামে এক শিক্ষার্থী বলেন “আজকে আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন, এখানকার বড় ভাই বোনেরা আমাকে খুব ভালো ভাবে গ্রহন করেছে। বিশ্বিবদ্যালয়ের পড়ে আমি একজন ভালো মানুষ হতে চাই এবং দেশের সেবা করতে চাই।
সাইমন আব্দুল্লাহ আজাদ বলেন ” আমার স্বপ্ন ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া সে স্বপ্ন পূরণ হয়েছে। ভবিষ্যতে আমি একজন ভালো সাংবাদিক হতে চাই।
আবু শামা/কুবি প্রতিনিধি