নিটার প্রতিনিধি: আলোকচিত্রের মাধ্যমে ক্যাম্পাসের বাহ্যিক সৌন্দর্য, পরিবেশ, মেধা, মননশীলতা ও সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে ২০১৮ সালে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ(নিটার) এ ‘নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি’ যাত্রা শুরু হয় ,এবং পর্যায়ক্রমে কমিটি ধারা পরিচালনার মাধ্যমে এই সোসাইটি পরিচালিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ(নিটার) ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটির ২০২১-২২ সেশনের ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠন কর হয়েছে।
এতে সভাপতি পদে বাঁধন বাঁড়িয়া( ফ্যাশন ডিজাইন এন্ড এপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ) এবং মুত্তায়ীদ ফুয়াদ ( টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী )কে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি মোরশেদ সিকদার এবং উপদেষ্টা “সহকারী অধ্যাপক ইসমত জেরিনের” (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ) এর উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
উক্ত ক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন “ইসমত জেরিন” (ইন্সটিটিউটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক)
এবং “মডারেটর” হিসেবে রয়েছেন “প্রভাষক মোঃ আতিক বিন হাবিব” ইন্সটিটিউটের ফ্যাশন ডিজাইন এন্ড এপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সমূহ।
৩২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়,যার মেয়াদ আগামী এক বছর। ৩২ সদস্যবিশিষ্ট কমিটি মধ্যে অন্য সদস্যরা হলেন
“সহ-সভাপতি”
আজমল ফুয়াদ রাকিন ও ফয়সাল প্রাণ, “যুগ্ম-সাধারণ সম্পাদক” সোয়েব মির্জা ও মোঃ শাহরিয়ার ওয়াহিদ ও সোহাগ রায়, অর্থ সম্পাদক মারিয়া সুলতানা,
“সাংগঠনিক সম্পাদক”
যথাক্রমে জুনায়েদ জিদান, শাহরিয়ার নাফিজ, শান্ত মালো,সুলতান আহমেদ,সামিহা মেহেজাবিন,পায়েল দাস,সায়েম মজুমদার,
ফারজানা, তাবাসসুম,আশিকুর রহমান আশিক,
“সহ সাংগঠনিক সম্পাদক”
সাকিব হাসান,মোনাব্বির হোসেন,মাসুক,নিশাত শামা সুপ্তি,মেহেরাব উদ্দিন সরকার অভি,আল ইমরান ফয়সাল,জাকিয়া ইসলাম মুনিয়া,গৌরব সরকার,জুনাইল আল হাবিব রাকিব,ইমরান খান,ইমরান সিকদার,আনিকা তাবাসসুম মোমো,তন্ময় চৌধুরী, সেনজুতি জাহান,সায়মা রহমান,ইত্যাদি।