ফিলিস্তিনে ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা আলিয়া মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল দুপুর ২:৩০ টার দিকে আলিয়া মাদ্রাসার মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা।
কামিল প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলাম মির্জা বলেন, সারা পৃথিবীর মুসলমানরা একটি দেহের নেয় কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মুসলমানরা আলাদা আলাদা ভাবে সবাই নিজেকে আলাদা সত্ত্বা মনে করছে। হাত ছাড়াই একটা শরীর যেমন অসম্পূর্ণ, আলাদা আলাদা ভাবে প্রতিটি মুসলিম রাষ্ট্র একটি অসম্পূর্ণ শরীরের মতন, তাই সবাইকে এক শরীরের ন্যায় হতে হবে। আমাদের ভাই বোনদের উপর ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে। আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা আমাদের ফিলিস্তিন ভাই বোনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।
কাজী আশরাফ বলেন, ফিলিস্তিনে ইজরায়েলি হামলার জন্য জাতিসংঘকে জবাব দিতে হবে। মানবাধিকার পরিস্থিতির অবনতির কারণে ফিলিস্তিনের মানুষের মানবেতর জীবনযাপনের দায় মানবাধিকার সংস্থা গুলোকে নিতে হবে। আমরা বাংলাদেশের সরকারের কাছে ফিলিস্তিনে সকল প্রকারের সাহায্য সহযোগিতা পাঠানোর জোর দাবী জানাচ্ছি।
সংহতি সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা আলিয়া থেকে অরফানেজ রোড, মাদরাসা বোর্ড হয়ে আবার আলিয়ার মূল ফটকে এসে শেষ হয়।