আরিফিন মুন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর নর্থবেঙ্গল স্কলার্স
একাডেমির দুই কৃতী শিক্ষার্থী মারিয়াতুল মাইশা ঢাকা বিশ্ববিদ্যায়লে ও আয়শা আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাওয়ায় রবিবার
দুপুরে রবীন্দ্র কাছারীবাড়ি মিলনায়তনে নর্থবেঙ্গল স্কলার্স একাডেমির পক্ষ থেকে এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ও প্রক্টোর ড.ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌসী হিমেল, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আসমত আলী।
বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌরনভার ২নং ওয়ার্ড
কাউন্সিলর তৌহিদুর রহমান,কবি আতিক সিদ্দিকী, ফখরুল মেমোরিয়াল কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু, নাট্যকার কাজী শওকত প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন, নর্থবেঙ্গল স্কলার্স একাডেমির চেয়ারম্যান আব্দুর রাকিব রুমী। বক্তব্য শেষে এ দুই কৃতী শিক্ষার্থীকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।