সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একমাত্র মিউজিক্যাল ক্লাব ‘মেট্রোনোম’ এর ৪৫ সদস্যবিশিষ্ট তৃতীয় কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ ফাতিন মুবাররাত অলিক এবং ফারদিন শাহরিয়ার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর’ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আমির হোসাইন, তানভিন ইয়ামিন তনয় , মোঃ ময়নুল ইসলাম, চিরঞ্জিত কুমার দাস, অদিতি দাস বর্ণা ; যুগ্ম সম্পাদক যাওয়াতুল ইসলাম রাকিব , মোঃ শরীফ রহমান, মাহফুজুর মুন , আব্দুল্লাহ আবু নাইম, মোস্তাফিজুর রহমান ; সাংগঠনিক সম্পাদক তন্ময় গুপ্তা ; সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাদমান সাকিব, সুলতান মাহমুদ ,আব্দুল্লাহ আল মাসুদ, মিনহাজুল ইসলাম ; কোষাধ্যক্ষ তাহমিদ হাসান; ব্যান্ড লিডার হিসেবে মোঃ হানজালা ইসলাম ; সঙ্গীতস্কুল প্রধান পদে গাজী রাফসান, সঙ্গীতস্কুল উপ-প্রধান জনি সরকার, মোঃ মোস্তাফিজুর আলম ; আর্টস এন্ড ডিইজাইনিং প্রধান পদে পল্লব সেন, জীবন কুমার, জেনিথ রয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জসিম উদ্দীন, ইয়ামান হোসাইন, জয়াসির হাবিব, দফতর ও আর্কাইভ সম্পাদক পদে জিকরুল আমিন , ইফতেখারুল নাফিস, অফিশিয়াল ফটোগ্রাফার হিসেবে সিজারো আহমেদ, আমাতুল জামিল এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে ১২ জনকে মনোনীত করা হয়।
কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ ফাতিন মুবাররত অলিক বলেন , “আপনাদের সকলের সহযোগিতায় অস্তিমিত হয়ে যাওয়া সংগঠনকে বিশ্ববিদ্যালয়ে সবার কাছে প্রিয় সংগঠন হিসেবে রূপ দিতে চাই ।”
এ দিকে দায়িত্ব হস্তান্ত অনুষ্ঠানে মোঃ হৃদয়ের মোরশেদের সঞ্চালনায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক পার্থ প্রতিম বর্মন । এছাড়া শিক্ষক উপদেষ্টা হিসেবে সহকারী অধ্যাপক মোহন নোন্দী, সহকারী অধ্যাপক ডা মোঃ মাসুদ পারভেজ, সহকারী অধ্যাপক মিথিলা পূজা, বিগত কমিটির সভাপতি প্রবাল দত্তসহ কমিটির অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।