সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মানুষ,প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য এবং পরজীবী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ছয়জন সদস্যকে নিজ এলাকার মানুষদের মাঝে পরজীবী বিষয়ক সচেতনতামূলক কাজ করার সম্মাননা স্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের পোস্ট গ্রাজুয়েট ল্যাবরেটরিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এপ্লায়েড ম্যালেরিয়া মডেলিং নেটওয়ার্ক (এমনেট) এর পৃষ্ঠপোষকতায় প্যারাসাইট রিসোর্স ব্যাংক বাংলাদেশ (আইপিআরবি) ও সিকৃবি ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম। এসময় তিনি পরজীবী নিয়ে আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নিজের শিক্ষা জীবন নিয়ে অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন।
এছাড়াও সভায় পরজীবী নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তিলক চন্দ্র নাথ। সভায় আরো উপস্থিত ছিলেন প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী মেহেতাজুল ইসলাম, মাইক্রোবায়োলজি ও ইম্যুনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুলতান আহমেদ।
আলোচনা সভা শেষে সিকৃবি ইয়ুথ ক্লাবের ছয়জন সদস্যকে নিজ এলাকার মানুষদের মাঝে পরজীবী বিষয়ক সচেতনতামূলক কাজ করার সম্মাননা স্বরূপ পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও মূল আলোচককে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। আলোচনা সভায় সিকৃবির বিভিন্ন অনুষদের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক প্যারাসাইট রিসোর্স ব্যাংক বাংলাদেশ (আইপিআরবি) হলো কোরিয়া ভিত্তিক পরজীবী বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অপরদিকে সিকৃবি ইয়ুথ ক্লাব হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরজীবী বিষয়ক সংগঠন। তারা মানুষদের মাঝে পরজীবী বিশেষ করে কৃমির নিয়ে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন গবেষণাধর্মী কাজ করে থাকে।