বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) প্রায় ৪ বছর পরে হল ফিস্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের জি.এম.এ.জি ওসমানী হল এবং সৈয়দ নজরুল ইসলাম হলের একই দিনে ফিস্ট অনুষ্ঠিত হয়। হলের ৪৩তম ব্যাচের বিদায় উপলক্ষে এ আয়োজন করেছে হল কর্তৃপক্ষ।
এর আগে বার্ষিক হল ফিস্ট নিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা দেখা যায়। পুরো হলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। হল ফিস্ট উপলক্ষে বিভিন্ন আয়োজন হাতে নেয় ফিস্ট কমিটি। বিকেলে কালার-ফেস্ট, সন্ধ্যায় ফরমাল সেশন এবং রাতে নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড ফিস্ট অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে আয়োজন সম্পন্ন হয়।
এ নিয়ে ফিস্ট কমিটির রকি বলেন, আসলে প্রায় ৪ বছর পরে ফিস্ট হচ্ছে, শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, উদ্দীপনা দেখি। হলের স্বল্প বাজেটে চেষ্টা করছি সুন্দর ভাবে সবকিছু আয়োজন করতে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়ের ৪০তম ব্যাচের শিক্ষার্থীদের ফিস্ট অনুষ্ঠিত হয়।