রাবি প্রতিনিধি: ছাত্রাবাসে গলায় ফাঁস দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার (০৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার মন্ডলের মোড়ে অবস্থিত মাস্টার আব্দুর রহিম ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
আত্মহত্যার চেষ্টা করা শিক্ষার্থীর নাম হাসানুর হাসান বান্না। তিনি বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী । তার বাসা লালমনিরহাট জেলায় ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর।
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের একজন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) আইসিইউ তে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আত্মহত্যার কারণ আমরা এখনো জানতে পারিনি ।