কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
কালের কণ্ঠ শুভসংঘ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২২ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুনতাসির আল মামুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী অজয় ধর।
আজ মঙ্গলবার (৫ এপ্রিল) শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মহিউদ্দিন মাহি, মেহেদী হাসান সৈকত, মারুফ হোসাইন, আয়েশা সিদ্দিকা আঁখি, বায়জিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া হক, আব্দুল্লাহ আল ওমর ফারুক, সুলতান আল নাহিয়ান, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া তাবাসসুম ও রিফা সাদিয়া ভাবনা, কোষাধ্যক্ষ ইফতেখার আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌকির আহমেদ, দপ্তর সম্পাদক চৌধুরী মাসাবিহ, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মোমেন, নারী বিষয়ক সম্পাদক ইরতিজ আরা পূরবী, কার্যনির্বাহী সদস্য, আবু শামা, ইরফানুল ইসলাম ও মোঃ ইয়াসিন।
উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।