আবু শামা, কুবি প্রতিনিধি: স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত বির্তক প্রতিযোগিতায় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে জয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
আজ বুধবার (৩০ মার্চ) সকাল ১০ টায় চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বির্তকে পক্ষ দল ছিল যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল আর বিপক্ষ দল ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল।বির্তকের বিষয় ছিল ” নিজ জমিতে চাষের অধিকার থাকলেও গৃহ অধিকার সীমত করা উচিত।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সদস্যরা হলেন তরিকুল ইসলাম, মুসা ভুইঁয়া, ও আব্দুর রহমান। বির্তকে তরিকুল ইসলাম শ্রেষ্ঠ বির্তার্কিক হয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিবেটং সোসাইটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, এই জয় আমাদের নয় এই জয় সকলের, আমি আশা রাখি আমরা জয়ের ধারা অব্যাহত রাখবো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ আগে যেমন সমর্থন দিয়ে পাশে ছিলেন এখনও পাশে থাকবেন বলে আশা রাখি।