কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমান ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষরের আয়োজন শিক্ষার্থীরা।
বুধবার (২৩মার্চ) বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাষ্কর্যের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করেন।
“ওয়াকিলের বহিষ্কার চাই করতে করতে হবে ” “আমার ভাই হাসপাতালে প্রশাসন নিরব কেন?” “পড়তে এসেছি মার খেতে নই” “আমার ভাই রক্তাক্ত কেন প্রশাসন জবাব চাই ” এই রকম ভিন্ন ভিন্ন স্লোগানে মুখরিত থাকে মানববন্ধন।
মানববন্ধনে আইন বিভাগ(১১ব্যাচ) শিক্ষার্থী রাসেল বলেন ওয়াকিল যা করছে তা দন্ডবিধি ৩২২ ধারাএকটা ফৌজদারি মামলা হয় কিন্তু আমরা প্রশাসনের নিকট বিচার চাই। তাকে আজীবনের বহিষ্কার করা হোক যাতে আর কেউ এ ধরনের কাজ করার সাহস না করে।
আইন বিভাগের আরেক শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন ” বাংলাদেশ ছাত্রলীগ একটা বৃহৎ প্রতিষ্টান এখান থেকে কিছু আগাছা কেটে দিলে বাংলাদেশ ছাত্রলীগের কিছু আসে যায় না “
বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন ” আমি ঘটনা টা শুনে খুবই মর্মাহত হয়েছি সাথে সাথে এ্যাকশন নিয়েছি এবং তাকে সংগঠন থেকে সাথে সাথে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও আমি নিজে তার সাথে কথা বলেছি এবং চিকিৎসার যাবতীয় খরচ ম্যানেজ করেছি। আমি আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ নিবে। “
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী বলেন, এবিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আমরা প্রাথমিক তদন্ত করে ব্যবস্থা নিব। অবশ্যই আমরা প্রক্টরিয়াল বডি বসে শিক্ষার্থী বান্ধব ব্যবস্থা নিব।
প্রসঙ্গত, এর আগে ২১ মার্চ সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ ধীরেন্দ্রনাথ হল শাখা ছাত্রলীগে সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদকে চিনতে না পেরে ‘তুমি’ বলে সম্বোধন করায় মারধরের শিকার হোন বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমান। এ ঘটনায় তার চোখ গুরুতর আঘাতপ্রাপ্ত হলে প্রথমে তাকে কুমিল্লা মেডিকেলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।