ফাহিম আলম, নিটার প্রতিনিধি: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ”(নিটার) এর, নিটার সাইন্স সোসাইটি কর্তিক আজ ১১ এপ্রিল ২০২২ “হাইয়ার অ্যাডুকেশন অপরচুনিটি ফর ইঞ্জিনিয়ারং স্টুডেন্ট “সেমিনারটি কনফারেন্স রুমে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজন করা হয় “
যার প্রধান অতিথি ও মূল বক্তা হিসাবে ছিলেন
“আব্দুল্লাহ আল রোমন” (The Graduate Research Assistant Wearable Biosensing Lab University of Rhode island) ,এছাড়া আরো উপস্থিত ছিলেন ডক্টরেট ডিগ্রীধারি শিক্ষকবৃন্দ এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ।
আবদুল্লাহ আল রোমন শিক্ষার্থীদের বিদেশি উচ্চ শিক্ষা ও কর্মক্ষেত্রের সুযোগ, ধারণা, প্রক্রিয়া এবং কিভাবে সকল কিছু সম্পূর্ণ ভাবে পূর্ব প্রস্তুতি নিতে হয় গুছাতে হয় এইসকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে ধারণা দেন এবং অভিজ্ঞতা শেয়ার করেন। এবং আলোচনা করেন, বিভিন্ন এপটিটিউড টেস্ট এর মাধ্যমে সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা বা বাইরের বিশ্ববিদ্যালয় গুলোতে গবেষণা বা ভর্তি হতে হয়।
তাই বাংলাদেশ থেকে যদি কোনো শিক্ষার্থী বাইরে বিশেষ করে আমেরিকান বিশ্ববিদ্যালয় গুলোতে পড়তে চাইলে তাকে ভাষাগত দক্ষতা যাচাই পরিক্ষা দিতে হবে। যেমন আইইএলটিএস/ডুওলিংগ/পিটিই ইত্যাদি।
এছাড়াও জি আর ই দিতে হয় (এইটা করোনাভাইরাস এর কারনে অনেক বিশ্ববিদ্যালয় ওয়েভ করেছে)। এছাড়া প্রথম যে শর্ত তা হচ্ছে নুন্যতম “সিজিপিএ” একটি গুরুত্বপুর্ণ ক্রাইটেরিয়া।
এবং আরো গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় বস্তু ও প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
চলো স্বপ্ন দেখি, নিজেকে গড়ি’ এই মূল মন্ত্র ধারণ করে নিটার সাইন্স সোসাইটি” ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ” (নিটার) এর শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ এবং নিটারের শিক্ষার্থীদের কর্মস্থলের প্রতিযোগিতায় এগিয়ে রাখতে অদম্য প্রচেষ্টা করে যাচ্ছে এ বিষয়ে নিটার সাইন্স সোসাইটি প্রেসিডেন্ট “সজীব হাসান” সাথে কথা বলে জানা যায়,
“নিসস” সংগঠনটি টেক্সটাইল, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, ফ্যাশন ডিজাইন & অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ইইই, সিএসই, প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে সেতুর মেলবন্ধন হিসেবে কাজ করবে এবং গবেষণায় নিটার কে অন্যতম বিশ্ববিদ্যালয় কাতারে তুলে ধরবে, ইনশাআল্লাহ।
তাছাড়া শিক্ষার্থীদের নিজ নিজ স্বপ্নের পথ চিনতে এবং উচ্চ শিক্ষা অর্জনের পথগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে সহায়ক ভূমিকা পালন করবে আমাদের এই প্লাটফর্ম নিসস।