জোবাইদা ইয়াছমিন: জেতার সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত অল্পের জন্য হেরে গেলো বাংলাদেশ নারী ক্রিকেট দলও। তাও আবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪০ রানে আটকে ফেলে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৪৯.৩ ওভারে বাংলাদেশ অলআউট হয়ে গেছে ১৩৬ রানে। ফলে ৪ রানের রোমাঞ্চকর এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ইনিংসে স্পিন জাদুতে ক্যারিবীয় ব্যাটারদের নাচানো নাহিদা আক্তার ও সালমা খাতুন প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হননি। সালমা ২৩ রান করে আউট হন। আর শেষ পর্যন্ত ২৫ রানে অপরাজিত থেকে যান নাহিদা। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ জিতলো ৪ রানে।
বাংলাদেশি বোলাররা শুরু টা দারুণ করলেও ব্যাটারদের ব্যাটিং বিপর্যয়ের কারনে তীরে এসে তরী ডুবে গেলো।যা আমরা প্রতিনিয়ত দেখতে পাই ছেলে ক্রিকেটারদের ক্ষেত্রে, এবার একই ঘটনা ঘটলো নারী ক্রিকেটার ক্ষেত্রে অল্পের জন্য হেরে যাওয়ার আক্ষেপ।