জোবাইদা ইয়াছমিন: দেশীয় গনমাধ্যমের বরাতে আলোচনায় উঠে এসেছিলেন আকসার আহমেদ। বাক-প্রতিবন্ধী এই পেসার বেশ দারুণ বল করে । ২৩ বছর বয়সী আকসারের বলের মধ্যে আছে বৈচিত্র্যও। গতির সাথে ইন-সুইং, আউট-সুইংয়ে পারদর্শী তিনি। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে আকসারের। তার এক বছরের ক্রিকেট কার্যক্রমের যাবতীয় দায়িত্ব নিজেদের কাঁধে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর পুরো আসরজুড়ে বিপিএলের এই দলের সাথে দেখা যায় আকসারকে। যদিও ড্রাফট টেবিলে নাম না থাকায়, সেখান থেকে অন্তর্ভুক্ত করতে পারেনি তারা। একইসাথে খেলানোরও কোনো উপায় ছিল না।
সেই আকসার এবার দল পেয়েছেন প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ডিপিএল মাতাবেন ডানহাতি এই পেসার। আর এই বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছেন এই বিষয়ে। ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন মাশরাফী বিন মোর্ত্তাজাও।