জোবাইদা ইয়াছমিন:আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে ৩২ রানে হেরেছেন নিগার সুলতানারা।
শনিবার (০৫ মার্চ) নিউজিল্যান্ডের ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা দ.আফ্রিকা ৪৯.৫ ওভারে ২০৭ রানে থামে।জবাবে ব্যাট করতে নেমে ১৭৫ রানে শেষ হয় টাইগ্রেসদের ইনিংস।
২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের।উদ্বোধনী জুটিতে শামীম সুলতানা ও শারমিন আখতার ৬৯ রান তোলেন।তবে দুজনই আয়বঙ্গা খাকার বলে বিদায় নেন।শামীম ২৭ও শারমিন ৩৪ রান করেন।
দ.আফ্রিকার বোলার খাকা একাই ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দ.আফ্রিকান মেয়েরাও বাংলাদেশের বোলিং তোপে পড়ে।বাংলাদেশি বোলার ফারিহা তৃষ্ঞা ৩ টি উইকেট পান।২টি করে উইকেট নেন জাহানারা আলম।