জোবাইদা ইয়াছমিন: ২৪ ঘন্টারো কম সময়ে ক্রিকেট বিশ্ব হারিয়েছে অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তিকে। নিজের সময়ের সেরা উইকেটরক্ষক রডনি মার্শের পর চলে গেছেন সব সময়ের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। মার্শের মৃত্যুতে শোকার্ত সাবেক-বর্তমান ক্রিকেটাররা। আর ভক্ত-সমর্থক-অনুরাগী থেকে শুরু করে সবাই যেন স্তব্ধ হয়ে গেছেন ক্রিকেটের বর্ণময় চরিত্র ওয়ার্নের মৃত্যুতে।সাবেক, বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন দুই কিংবদন্তির মৃত্যুতে বেদনার কথা। তাদের স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিদ্ধান্ত নিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির খেলা শুরুর আগে পালন করা হবে এক মিনিট নীরবতা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা তিনটায় শুরু হবে সিরিজের শেষ ম্যাচ।