জোবাইদা ইয়াছমিন: আইসিসি প্রমীলা ওয়ানডে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তানের কাছে ডিএল মেথডে ৭ রানের পরাজয় বরণ করেছে বাংলাদেশ। ফারজানা হকের ৭১ রানের ইনিংসের দিনে অল্পের জন্য জয়ের দেখা পায়নি বাঘিনীরা।
লিন্কনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে, নির্ধারিত৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছে পৌঁছে যায় বাংলাদেশ। তবে জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে, ৪ বল বাকি রেখে অলআউট হয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। ৪১.২ ওভারে অলআউট হওয়ার আগে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৯৪ রান।