টাঙ্গাইলের সখিপুর থানার সেই ওসিকে বদলি করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়।
উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রত্যাহারের দাবি জানানোর একদিন পরই থানার ওসি রেজাউল করিমকে টাঙ্গাইল জেলা পুলিশ লাইনে সংযুক্ত করে নতুন ওসি হিসেবে জেলার কাগমারী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইনচার্জ) শেখ শাহিনুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
গেল সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা-সখীপুর সড়কের প্রতিমাবংকী এলাকায় স্থানীয়রা চুরি, গুম, খুন, হত্যার বিরুদ্ধে মানববন্ধন করে। সেখানে সখিপুর থানার ওসিকে প্রত্যাহার দাবি করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেও থানার ওসি রেজাউল করিমের প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
সভায় বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার মোহাম্মদ নূরে আলম মুক্তা বলেন, সখীপুর উপজেলার পরিবেশ আগে অনেক ভালো ছিল, স্বাভাবিক ছিল। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। সখীপুরের আইন-শৃঙ্খলা দিন দিন চরম অবনতি হচ্ছে। তাই তিনি ওসিকে প্রত্যাহারের দাবি জানান। পরে তার বক্তব্যের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কমিটির সদস্যবৃন্দ একমত পোষণ করেন।