ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের শিক্ষা ও টেক্সটাইল গবেষণা শিক্ষাপ্রতিষ্ঠান সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ গতবছরের ন্যায় এবারো আড়ম্বরপূর্ণভাবে আয়োজিত হয়ে গেলো বার্ষিক ইসলামিক কনফারেন্স এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গত ২০ আগষ্ট ২০২৩, সকাল ১০ঃ০০ ঘটিকায়, পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে নিটার কেন্দ্রীয় খেলার মাঠে পর্দা ওঠে এবারের ইসলামিক কনফারেন্স এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের।
দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া কনফারেন্সের প্রধান আলোচক এবং মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় ইসলামিক স্কলার এবং আসসুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ্। তিনি তরুণশিক্ষার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রতিষ্ঠানটির সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ জোনায়েবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে ছিলেন জনাব মোহাম্মদ আলী খোকন, চেয়ারম্যান, গভর্নিং বডি, নিটার। বিশেষ অতিথি ছিলেন জনাব মনসুর আহমেদ, অতিরিক্ত পরিচালক ও সিইও, বিটিএমএ। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয়ের উপস্থিতিতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।
সাময়িক বিরতির পর অনুষ্ঠানের ২য় পর্বে বক্তব্য রাখেন এস.এম.নাহিদ হাসান, আরবী শিক্ষক, স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, ঢাকা। ইসলামী সংগীত পরিবেশন করেন আবু হুযাইফা, মাহমুদ হুযাইফা, শেখ আনাম। পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ক্বারী আশিক বিল্লাহ এবং হাফেজ ক্বারী আবদুল্লাহ বিন নাসির।
নিটার ইসলামিক সোসাইটি কতৃক আয়েজিত উক্ত কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ, কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রতিষ্ঠানের সকল ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা। সকলব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইসলামিক কনফারেন্সটি ব্যাপক উৎসাহ উদ্দীপনাময় হয়ে ওঠে।
জনপ্রিয় ইসলামিক বক্তাদের জীবনঘনিষ্ঠ আলোচনা, ক্বারীদের তেলাওয়াত, শিল্পীদের ইসলামিক সংগীত সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে পরিণত হয় নিটার প্রাঙ্গণ।
ভবিষ্যতেও ইসলামিক কনফারেন্স আয়োজন চলমান থাকবে বলে কতৃপক্ষ ও শিক্ষার্থীরা আশাব্যক্ত করেন।