পাকা ফলের মধুর রসে রঙিন করি মুখ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রায়গঞ্জ উপজেলা সমিতি, ঢাকা এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়া মিলনায়তনে ফল উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৪ বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে কল্যাণমুলক কাজের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণকর ও সৃজনশীল কাজে অংশ গ্রহন করে আসছে।
শনিবার ০৫ আগষ্ট সন্ধ্যায় হরেক রকমের দেশীয় ফলের সমোরোহে উৎসব মুখর পরিবেশে রায়গঞ্জ উপজেলা সমিতির সদস্যরা ডাকসু ক্যাফেটেরিয়া মিলনায়তনে এ উৎসব উদযাপন করে ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সমিতির সভাপতি ড. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে একটা জরুরী সভার আয়োজন করা হয়, উক্ত জরুরী সভায় সর্ব সম্মতিক্রমে মোহাম্মাদ দারোদামুয়াজ আশু কে সাধারণ সম্পাদক এবং মোঃ মাশরেকুল ইসলাম পাপ্পুকে সহ- সভাপতি পদে নির্বাচিত করা হয়।