ছাত্রাবাসের ডাইনিংয়ের খাবার বন্ধ রেখে মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠেছে ঢাকা কলেজের ক্রীড়া শিক্ষক ও উত্তর ছাত্রাবাসের সহকারী হল সুপার সালাউদ্দিন হায়দারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) উত্তর ছাত্রাবাসের খাবারের ডাইনিংয়ে হলুদ অনুষ্ঠান করার জন্য দুপুর ও রাতের খাবার বন্ধ রাখেন তিনি।
জানা গেছে, উত্তর ছাত্রাবাসে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর আবাসন। বৃহস্পতিবার শিক্ষার্থীরা দুপুর ও রাতের খাবার কলেজের অন্যান্য ছাত্রাবাস ও হোটেলে খান। কেউ কেউ বাহিরে শুধু একবেলা খেয়ে থাকেন আবার অনেকেই না খেয়ে থাকেন। কারণ হলে থাকা শিক্ষার্থীরা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব ও অসচ্ছল পবিরাবের সন্তান।
তাদের অনেকেই টিউশনি ও পার্টটাইম জব করে পড়াশোনার খরচ চালান। কেউ বাড়তি কোনো টাকা খরচ করতে পারেন না।
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের এক শিক্ষার্থী বলেন, সহকারী হল সুপারের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান করার জন্য ডাইনিংয়ে করার জন্য খাবার বন্ধ রাখা হয়েছে। এতে অনেক কষ্ট হয়েছে। দুপুরের খাবার অন্যত্র গিয়ে খেতে হয়েছে।
আরেক শিক্ষার্থী বলেন, আমি মধ্যবিত্ত পবিরারের সন্তান। অনেক কষ্ট করে হলে থাকি। হলের খাবার বন্ধ থাকায় দুপুরে বাহিরে খেয়েছি। রাতে টাকার সংকটে খেতে পারিনি। কারণ বাহিরের হোটেলে এক বেলা খেতে ডাইনিংয়ের দুই বেলার সমান খরচ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের একজন শিক্ষক বলেন, শিক্ষার্থীদের খাবারের কষ্ট দিয়ে ডাইনিংয়ে কেন গায়ে হলুদের অনুষ্ঠান করা হলো। হলে কোনো বড় লোকের ছেলে থাকেন না, সবাই মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব ও অসচ্ছল পরিবারের সন্তান। তাদেরকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি। এর দায় হল ও কলেজ প্রশাসন কোনোভাবে এড়াতে পারে না।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক সালাউদ্দিন হায়দারের ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায় নি।