রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা ধানগড়াতে দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার চূড়ান্ত পর্বের খেলা দেখতে জেলার দূর-দূরান্ত থেকে হাজারও মানুষ আসেন পৌরসভার ০৮ নং ওয়ার্ড অন্তর্গত মহেশপুর ও গুঁনগাতি মাঝামাঝি সবুজ গালিচা চত্বরে। ফলে উৎসবের আমেজে মেতে উঠে এলাকার মানুষ। ২ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় প্রায় অর্ধশত ঘোড়া অংশ নেয়। এসব ঘোড়ার রয়েছে নানান নাম-আন্ডারটেক, কিং কোবরা, সূর্যলাল, মুছা বাবা, বাঘেরবাচ্চা , রেড সিগন্যাল, বিজলী রানী, অনন্ত আগুন। ঘোড়ার সওয়ার হিসেবে ছিলো বিভিন্ন বয়সের শিশুরা তবে এর ভিতর সকলের নজর কেড়েছে চাঁপাইনবাবঞ্জের মেয়ে সওয়ার দীঘি।
এদিকে এ প্রতিযোগিতাকে ঘিরে মহেশপুর গুঁনগাতি ফসলের মাঠে বসেছে নাগল দোলা, চরকি, মনোহরি আর গ্রামবাংলার বিভিন্ন মিষ্টান্নের দোকানের পসরা। সব মিলিয়ে সেখানে মেলায় পরিণত হয়। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি আবালবৃদ্ধবনিতারাও।
উক্ত চূড়ান্ত পর্বের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ওবায়দুল ইসলাম চপলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ আব্দুল্লাহ আল পাঠান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতির সভাপতি এবং সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ গোলাম হোসেন শোভন সরকার। প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জনকারী ঘোড়ার মালিক দের কে পুরস্কার হিসেবে দেয়া হয় রঙিন টেলিভিশন এবং মনিটর।
এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া সব ঘোড়ার মালিককে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়। ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে রায়গঞ্জ পৌরসভা ০৮ নং ওয়ার্ডের যুবকরা।
এই ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ওবায়দুল ইসলাম চপল বলেন, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতেই এ প্রতিযোগিতার আয়োজন। আগামীতে এ আয়োজনের আরও প্রসার ঘটানো হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর , মহিলা কাউন্সিলর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্য মান্য ব্যক্তি, প্রিন্ট মিডিয়ার ব্যক্তি, প্রমুখ।