সামিউল ইসলাম সনিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ৪০লক্ষ টাকা ব্যয়ে পাইকপাড়া মুক্ত জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও বগুড়া-০১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এসময় মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাসেদ খলিফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম, সারিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাহাম্মত করিম, মসজিদের ইমাম সৌয়াইব আলম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।