জোবাইদা ইয়াছমিনঃ
পাকিস্তান, ওয়েস্টইন্ডিজের সাথে দুই ম্যাচে দুর্দান্ত খেলার পর ভারতের বিপক্ষে এসে বড় হার দেখলো বাংলাদেশের
মেয়েরা। আজ (মঙ্গলবার) হ্যামিল্টনে বাংলাদেশকে ১১০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তাদের ৭ উইকেটে ২২৯ রানের জবাবে ১১৯ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানার দল।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শেফালি ভার্মার ৪২ বলে ৪২ রানের ইনিংসের পরও অবশ্য একটা সময় ১০৮ রানের মধ্যে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ইয়াসতিকা ভাটিয়ার (৮০ বলে ৫০) আর শেষদিকে পুজা ভেস্তাকার (৩৩ বলে অপরাজিত ৩০) ও স্নেহা রানাদের (২৩ বলে ২৭) ব্যাটিংয়ে ভারতকে কম রানে আটকে রাখতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিতু মনি। ৩৭ রানে ৩টি উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। ৪২ রানে ২ উইকেট নেন নাহিদা আক্তার।
২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ১৯ রান করলেও ৩৫ রানের মধ্যে ইনিংসের অর্ধেকটা শেষ হয়ে গেলে পরাজয়টা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় লাল-সবুজ জার্সিধারীদের।
ষষ্ঠ উইকেটে ৪০ রানের জুটি গড়েন সালমা আর লতা মন্ডল। সালমা ৩৫ বলে ৩২ আর লতা ৪৬ বলে খেলেন ২৪ রানের ইনিংস। শেষদিকে রিতু মনির ১৬ আর জাহানারা আলমের অপরাজিত ১১ রানে কোনোমতে ১১৯ পর্যন্ত যেতে পেরেছে। ভারতের স্নেহা রানা ৩০ রানে নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট শিকার ঝুলন গোস্বামী আর পূজা ভাস্ত্রাকারের।