কাতারের রাজধানীর দোহা জেদিদ নিউ জামান রেস্টুরেন্টে গত বৃহস্পতিবার ০৫/১০/২০২৩ ইং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কাতার শাখার উদ্যোগে – ‘দেশ উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও সমসাময়িক বিষয়’ শীর্ষক আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে দশ দফা দাবি উত্থাপন করে ও তা বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক আলী আহমদ বারী’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর (ভিপি নূর) প্রধান বক্তা হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিশেষ বক্তা হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম আকাশ।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আকবর বিন শফিক, সহ-সভাপতি বাহার হোসেন, সহ-সভাপতি ইমাদ উদ্দিন ইমন, সহ-সভাপতি নূর মোহাম্মদ বেপারী, যুগ্মসাধারণ সম্পাদক আল হারুন, যুগ্মসাধারণ সম্পাদক বাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক জাকির প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যৌক্তিক ১০ দফা দাবি তুলে ধরেন এবং তা বাস্তবায়নের জন্য সরকার ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি জোর দাবি জানান।
দশ দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে, প্রবাসে মৃত্যুবরণ করা বাংলাদেশীদের মৃতদেহ সরকারি খরচের পরিবারের কাছে হস্তান্তর করতে হবে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের আগামী জাতীয় নির্বাচনে ভোট দেয়ার সুযোগ তৈরি করে দিতে হবে।
মো. নাহিদ ইসলাম, কাতার প্রতিনিধি